ওয়েবসাইট ভিজিট করার আগেই জেনে নিন ঐ সাইটে কতোগুলো ভাইরাস আছে !!!

ইন্টারনেট আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে । অনেক অজানা তথ্য গুগলে সার্চ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই পেয়ে যাই যা আগে অসম্ভব ছিল । ইন্টারনেটে তথ্য খুজতে অনেক অজানা সাইটে ভিজিট করতে হয় । যার কারনে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা থাকে । তাই সাইট ভিজিট করার আগে চেক করে নিন ঐ সাইটে ভাইরাস আছে কিনা । এই www.urlvoid.com সাইটটি ভিজিট করে যেকোনো ওয়েবসাইটে ভাইরাস আছে কিনা তা জানতে পারবেন । এজন্য প্রথমে http://www.urlvoid.com এই সাইট এ ঢুকুন । যে ওয়েবসাইটের ভাইরাস চেক করতে চান সেই সাইটের লিংক বা url দিয়ে Scan করে দেখুন ।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *