মিশরের সিনাই উপদ্বীপে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় কমপক্ষে ১৩ পুলিশ নিহত হয়েছেন। সিনাইয়ের উত্তরাঞ্চলীয় সাফা চেকপয়েন্টে শনিবার আইএস মর্টার হামলা চালালে ওই ১৩ পুলিশ প্রাণ হারান। তবে আইএস বলছে, তারা সেখানে একটি গাড়িবোমা হামলা চালিয়েছিল। খবর বিবিসির।
২০১৩ সালে মিশরের সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যূত করার পর থেকে সিনাই অঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে আসছে জিহাদিরা। ওইসব হামলায় নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য প্রাণ হারিয়েছে।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি বাহিনীর পাল্টা হামলায় পাঁচ জঙ্গিও নিহত হয়েছে।
পরে টুইটারে দেয়া এক বিবৃতিতে সিনাই হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই বিবৃতিতে আইএস গত অক্টেবরে সিনাই অঞ্চলে বিধ্বস্ত রুশ যাত্রীবাহী বিমানটিতে হামলার দায়ও স্বীকার করেছে।
তাদের দাবি, বোমা হামলার কারণেই ২২৪ আরোহী নিয়ে রুশ এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।
Read More News