এশিয়া কাপের মতো বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এশিয়া কাপে ভারতের কাছে হার দিয়ে শুরু হয়েছিল টাইগারদের। আর বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস।
এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের উপর দিয়ে চৈত্র মাসেই কালবৈশাখী ঝড় বয়ে গেছে। নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানী।
Read More News
এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। সেই শোককে শক্তিতে রূপান্তর করতে আজ বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
নিষেধাজ্ঞার কারণে তাসকিন ও আরাফাত সানীর বিকল্প খেলোয়াড় দলে নিতে হবে।
তার আগে চলুন জেনে নিই অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুস্তাফিজুর রহমান
৫. মুশফিকুর রহিম
৬. সাকিব আল হাসান
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. মোহাম্মদ মিথুন
৯. মাশরাফি মুর্তজা
১০. আল-আমিন হোসেন
১১. আবু হায়দার রনি