অন্তর্বাস চুরিই যার নেশা

নিউজিল্যান্ডের একটি শহরে গত ক’দিন ধরে মানুষের বাড়ি থেকে মাঝরাতে পুরুষের অন্তর্বাস আর মোজা চুরির হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু কে সেই চোর তার রহস্য কিছুতেই ভাঙতে পারছিল না কেউ। হ্যামিলটন শহরের রহস্যময় এই চোরকে শেষ পর্যন্ত শনাক্ত করা গেছে। এই চোর আর কেউ নয়, একটি বিড়াল, নাম ব্রিজিট। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের। বিড়ালটির মালিক স্যারাহ ন্যাথানের কথা অনুসারে, প্রতিবেশীদের বাড়ি থেকে মোজা আর অন্তর্বাস চুরি করে নিয়ে আসা বিড়ালটির নেশায় পরিণত হয়ে গিয়েছিল। তিনি বলেন, গত দুই মাসে তার বিড়ালটি আশেপাশের বাড়িঘর থেকে বহু জোড়া মোজা চুরি করে এনেছে। স্যারাহ ন্যাথান জানান, ছয় বছর বয়সী ব্রিজিটের চুরি করার স্বভাব বহুদিনের। তবে বিশেষ কিছু জিনিস চুরির ব্যাপারে বিড়ালটির আগ্রহের কথা তার জানা ছিল না। তিনি জানান, বিড়ালটি আগেও অনেক কিছু চুরি করে আনতো। কয়েক মাস আগে তিনি বাসা বদল করেছেন। ভেবেছিলেন ব্রিজিটের অভ্যাসে হয়তো কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু গত দুই মাসে তার চৌর্যবৃত্তি বিশেষ করে পুরুষদের আন্ডারওয়্যারের প্রতি তার আগ্রহ লক্ষ্য করার মতো। তিনি আরও বলেন, প্রত্যেক রাতেই সে চুরি করতে বের হয়। এমন কোনো রাত নেই যে মানুষের বাড়ি থেকে আন্ডারওয়্যার বা মোজা চুরি করে আনে না। গতরাতেও সে চারটি মোজা চুরি করে এনেছে। বিড়ালটির মালিক এখন এসব চুরি করে আনা অন্তর্বাস ও মোজার মালিকদের খুঁজে বের করার চেষ্টা করছেন, যাতে তিনি এগুলো ফিরিয়ে দিতে পারেন। তিনি জানান, পুরুষদের এ রকম ১১টি অন্তর্বাস আর ৫০ জোড়ার বেশি মোজা চুরি করেছে ব্রিজিট। স্যারাহ ন্যাথান তার ফেসবুক পাতায় এসব মোজা আর অন্তর্বাসের একটি ছবি পোস্ট করেছেন, যাতে লোকেরা এগুলো দেখে চিনতে পারে এবং তার সঙ্গে যোগাযোগ করেন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *