গাইবান্ধা সদর উপজেলায় অস্ত্রের মুখে অটোরিকশা থেকে নামিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে কয়েকজন লম্পট। শুক্রবার রাতে এ ঘটনার পর বোববার গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতার স্বামী ইমন আলী। এ অভিযোগে মানিক মিয়া (২৭) ও আলমগীর হোসেন (২৯) নামে দুই বখাটেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপর চার যুবককে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। জানা যায়, শুক্রবার রাতে উপজেলার মালিবাড়ি ইউনিয়নের খোর্দ্দ মালিবাড়ি গ্রামের ওই গৃহবধূ পরিবারের লোকজনের সঙ্গে রাগারাগী করেন। পরে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশে একটি অটোরিকশাযোগে গাইবান্ধা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শোলাগাড়ি বিল এলাকায় স্থানীয় বখাটে মানিক মিয়াসহ তার অপর চার সহযোগী অস্ত্রের মুখে অটোরিকশা থামিয়ে জোর করে ওই গৃহবধূকে শোলাগাড়ি বিলের দিকে নিয়ে যায়। সেখানে তারা পাঁচজন মিলে গৃহবধূকে ধর্ষণ করে। পরে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী বাড়ইপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে রাত্রিযাপনের জন্য রেখে দেয়। পরে ওই গৃহবধূকে গভীর রাতে আলমগীর হোসেনও জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন ওই যুবকরা গৃহবধূকে একটি অটোরিকশায় তুলে গাইবান্ধার উদ্দেশে পাঠিয়ে দেয়। গৃহবধূ ঢাকায় গিয়ে সেখানে অবস্থানরত তার স্বামী ইমন আলীকে সব কথা খুলে বলেন। ইমন আলী সেখানে একটি গার্মেন্টস কারখানায় কর্মরত। শনিবার রাতেই ইমন আলী ও তার স্ত্রী মামলা দায়েরের জন্য ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। রোববার সকালে তারা সদর থানায় মামলা দায়ের করে।
Read More News