সঙ্গীর প্রতি আকাঙ্ক্ষা থাকবে এটি স্বাভাবিক। কিন্তু সেই আকাঙ্ক্ষা যেনো কখনোই আকাশচুম্বী না হয়। সঙ্গীর প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে ঘটতে পারে বিচ্ছেদ-এমনটি জানাচ্ছে ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির গবেষকরা।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কে একে অপরের প্রতি প্রত্যাশা রাখা ভাল। কিন্তু মাত্রাতিরিক্ত প্রত্যাশা থেকেই শুরু হয় গুরুতর সমস্যা। যার ফল বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির মুখ্য গবেষক জেমস ম্যাকনাল্টি বলেন, অনেক দম্পতিরই বিয়ে নিয়ে খুব উচ্চ প্রত্যাশা থাকে। সেই উচ্চ প্রত্যাশার ফলে ভেঙে যায় সম্পর্ক। অনেকের আবার বিয়ে থেকে বিশেষ কোনও প্রত্যাশাই থাকে না। দেখা গিয়েছে এই দম্পতিদের বৈবাহিক জীবন অনেক সুখের।
এই বিষয়ে ১৩৫ জন সদ্য বিবাহিত দম্পতির উপর গবেষণা চালানো হয়। বিয়ের ছয় মাস পর তাদের কিছু প্রশ্নত্তোরের তালিকা পূরণ করতে দেয়া হয়। চার বছর পর সেই একই তালিকা তাদের আবার দেয়া হয়। দেখা গিয়েছে, যারা বিয়ে থেকে বা একে অপরের প্রতি উচ্চপ্রত্যাশা রেখেছেন তারা অন্যদের থেকে কম সুখী।
Read More News
পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিনে প্রকাশিত হয়েছে এই গবেষণা প্রতিবেদনটি।