সম্প্রতি ‘কি অ্যান্ড কা’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। গত ১৪ মার্চ মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন কারিনা দম্পতি। কিন্তু গভীর রাতে প্রতিবেশীর ব্যাঘাত ঘটায় কারিনার পার্টি বন্ধ করে দেয় পুলিশ। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের।
খবরে বলা হয়, পুলিশ আসার পর তারা জানান জোরে গান বাজানোর কারণে তার প্রতিবেশী বিরক্ত হচ্ছেন। এরপর বেবো (কারিনার ডাকনাম) গানের ভলিউম কমিয়ে দেন এবং কিছুক্ষণের মধ্যে পার্টি শেষ করেন।
Read More News
পার্টিতে ছিলেন সোনম কাপুর, অমৃতা অরোরা লাড়াক, পরিচালক করণ জোহর, বোন কারিশমা কাপুর খান। এছাড়া ছিলেন ‘কি অ্যান্ড কা’ ছবিতে কারিনার সহশিল্পী অর্জুন কাপুরও।