চট্টগ্রামে পোশাক কর্মী ‘ধর্ষিত’, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবক এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নগরীর রহমাননগর এলাকায় ওই নারী ধর্ষিত হন বলে বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

ওই নারীর অভিযোগের ভিত্তিতে ‘ধর্ষক’ মো. হাসান ওরফে জয় (২৫) এবং তার সহযোগী ওমর ফারুক (২২), জোবায়ের হোসেন ওরফে ইয়াছিন (২৩) ও শরিফ উদ্দিনকে (২৩) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ওসি মহসিন বলেন, রমজান আলী নামে এক পরিচিতের সঙ্গে শুক্রবার বায়েজিদ এলাকার চৌধুরী নগরে খালার বাসায় বেড়াতে যান ওই পোশাক কর্মী।
Read More News

“সেখান থেকে ফেরার পথে চার আসামি রহমাননগরে তাদের পথরোধ করে মেয়েটিকে পাহাড়ের পাশে টেনে নিয়ে যায় এবং হাসান তাকে ধর্ষণ করে।”

হাসানকে তিনি আগে থেকেই চিনতেন এবং কারখানায় কাজে যাওয়ার পথে  নানা সময় সে তাকে উত্যক্ত করত বলে অভিযোগ করেছেন ওই নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *