মেয়ের জন্য মায়ের চোখে জল এসে গেল। ঐশ্বর্যাকে ইমোশলান করে দিল একরত্তি আরাধ্যা।জানেন, কী ভাবে?কয়েক দিন ধরে অসুস্থ ঐশ্বর্যা। ‘সর্বজিত্’-এ শুটিংও ক্যানসেল করে দিয়েছিলেন। এ সময় মাকে চিয়ার-আপ করতে একটি ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড তৈরি করেছে আরাধ্যা। আর সেই কার্ড পেয়ে ইমোশনাল হয়ে প়়ড়েন নায়িকা।
Read More News
জ্বর আর গলার সংক্রমণে ভুগছিল আরাধ্যাও। সে কারণে কয়েকদিন স্কুলেও যেতে পারেনি। বৃহস্পতিবার বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর স্কুলে গিয়েছিল সে। আর সেখানেই মায়ের জন্য তৈরি করে কার্ডটি। আরাধ্যার এক বন্ধু মা সাংবাদিকদের জানিয়েছেন, ছুটির সময় আরাধ্যাকে নিতে আসেন ঐশ্বর্যা। তখনই মায়ের হাতে সে কার্ড তুলে দেয়। আর তাতেই নাকি সকলের সামনে চোখে জল এসে যায় নায়িকার।