নারী ওয়ার্ল্ড কাপ টি২০ এর প্রথম দুই ম্যাচে পরাজয়ে পর বাংলাদেশি মেয়েদের সামনে এবারের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
রবিবার চেন্নাইয়ের এম চিদামবারাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ নারী দল প্রথম দুটি ম্যাচ খেলেছিল ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে।
র্যাংঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষই ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি র্যাংঙ্কিংয়ে ক্যারিবীয় নারী দলের অবস্থান যেখানে পঞ্চম, বাংলাদেশের সেখানে নবম।
Read More News
তারপরও ওয়েস্ট ইন্ডিজির বিপক্ষে ভালো করতে আশাবাদী নারী দলের অধিনায়ক জাহানারা আলম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হার শেষে পরের ম্যাচে ঘুরে দাড়ানোর কথা বলেন এই টাইগ্রেস, ‘ইংল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা ও সালমা খাতুন অসাধারণ ব্যাটিং করেছে। এটা আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। পরের ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমরা ভালো করবো। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও আমাদের ভালো ব্যাটিং অনুশীলন হয়েছে।’