যশোরে বোমা ফাঁটিয়ে যৌনকর্মীকে অপহরণ

যশোর শহরের বাবুবাজারস্থ একটি পতিতাপল্লী থেকে অন্তরা (২২) নামে এক যৌনকর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের বোমায় ৫ জন যৌনকর্মী আহত হয়। এদের দুজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে ৪-৫ দুর্বৃত্ত শহরের বাবুবাজার পতিতালয়ের ২ নম্বর গলির মহসিনের বাড়ি প্রবেশ করে সর্দার সুমির ডেরা থেকে অন্তরাকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি বোমা ফাঁটালে আহত হন মেঘলা, চিংরি, অঞ্জলী, তানিয়া, বৈশাখী প্রমুখ। এদের মধ্যে মেঘলা ও চিংরিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শক্তি উন্নয়ন সংস্থার সভাপতি নূরুন্নাহার রানু বলেন, ‘বোমার শব্দে শুনে এসে দেখি বোমায় আহত দু’জন রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। তাদের হাসপাতালে পাঠিয়েছি।’ কেন বোমা হামলা তিনি জানেন না। অপহরণ না প্রেম- ভালবাসার ঘটনা তা এখনই বলতে পারছেন না।
কোতয়ালী থানার এসআই বিধান কুমার বিশ্বাস ও তোফায়েল আহমেদ ঘটনাস্থলে রয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে তারা জানান, বিস্ফোরিত বোমার ১২টি জালের কাঠি, একটি নাট, কিছু টিনের টুকরা ও টেপ উদ্ধার করা হয়েছে। অন্তরা অপহরণ না কি প্রেমের টানে গেছে- তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলে জানান।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *