যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের জয় বিশ্বের সম্ভাব্য শীর্ষ ১০ ঝুঁকির একটি বলে মনে করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান দি ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে। ইআইইউ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তিনি (ট্রাম্প) বিশ্বের অর্থনীতিকে অস্থিতিশীল, রাজনৈতিক উদ্বেগ বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারেন। প্রভাব ও সম্ভাব্যতা নিয়ে ইআইইউ তাদের বৈশ্বিক ঝুঁকি পর্যালোচনায় বলেছে, ট্রাম্প তার নীতির ব্যাপারে খুব সামান্যই প্রকাশ করেছেন।
Read More News
অবশ্য, ডেমক্রেটদলীয় সম্ভাব্য মনোনয়ন পেতে যাওয়া হিলারি ক্লিনটনকে ট্রাম্প নির্বাচনে হারাতে পারবেন না বলেই মনে করছে ইআইইউ।
ট্রাম্পকে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া কিংবা বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সম্ভাব্য সশস্ত্র লড়াই থেকেও বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে ইআইইউ। প্রতিষ্ঠানটি এক থেকে ২৫ নম্বরের একটি স্কেলের মাধ্যমে বৈশ্বিক ঝুঁকির একটি তালিকা করেছে। রেটিং-এ ট্রাম্প পেয়েছেন ১২। তালিকায় ট্রাম্পের সঙ্গে একই পর্যায়ে রাখা হয়েছে, বৈশ্বিক অর্থনীতিকে অস্থিতিশীল করে দেয়ার ক্ষেত্রে জিহাদি হুমকিকে।