প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসালামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
ওই হামলার পর থেকেই, চারমাস ধরে তিনি পালিয়ে ছিলেন।
বেলজিয়ামের সন্ত্রাস বিরোধী পুলিশ তাকে রাজধানী ব্রাসেলসের মোলেনবেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।
নভেম্বরের প্যারিস হামলার পর, চারমাস ধরে ইউরোপ জুড়ে সালাহ আব্দেসালামকে পুলিশ খুঁজছিল।
অভিযানে মনির আহমেদ আলাজ নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নামও পুলিশের খোজার তালিকার ছিল।
Read More News
শুক্রবার বিকালে অভিযান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। সেখানে একাধিক বোমা বিস্ফোরণ আওয়াজ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই খবর জানার পর ইউরোপীয় ইউনিয়ন-তুরস্ক সম্মেলন ছেড়ে দেশের পরে রওনা হয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ বলেছেন, তার দেশ আশা করে, যত দ্রুত সম্ভব আব্দেসালামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হবে।
এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ বলে মনে করলেও চূড়ান্ত নয় বলে তিনি মনে করেন।
কারণ হিসাবে মি. ওঁলাদ বলছেন, প্যারিস হামলার যারা পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, অর্থ দিয়েছে বা যারা প্রশ্রয় দিয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার না করার পর্যন্ত লড়াই চলবে। হয়তো আরো অনেক গ্রেপ্তার হবে, কারণ এই চক্রটি অনেক বেশি বিস্তৃত।
গত নভেম্বরে প্যারিসের ওই হামলায় ১৩০জন নিহত হয়, আহত হয় অনেকে।
এরপর থেকেই সালে সালাহ আব্দেসালামকে খুঁজছে ইউরোপের পুলিশ।
২৬ বছর বয়সী সালাহ আব্দেসালাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছেন। সেখান থেকে গিয়েই তিনি প্যারিসে হামলা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
হামলার পর সে আবার ব্রাসেলসের একটি ফ্লাটে লুকিয়ে ছিল বলে পুলিশের ধারণা।
এর আগে সালাহ আব্দেসালামকে গ্রেপ্তার করতে ব্রাসেলস এবং প্যারিসে কয়েক দফা অভিযান চালানো হলেও তাকে আটক করা যায়নি।