মিয়ানমারে নতুন সরকারের রূপরেখা জমা দিলেন প্রেসিডেন্ট

মিয়ানমারে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইউ হতিন কাইওয়া তার সরকারের রূপরেখা কি হবে সে সম্পর্কে প্রস্তাবনা জমা দিয়েছেন দেশটির পার্লামেন্টে। শুক্রবার এর ওপর আলোচনা হবে পার্লামেন্টে। তারপর তিনি তার নতুন প্রশাসন সাজাবেন। তার প্রস্তাবনায় ২১টি মন্ত্রণালয় সৃষ্টি করে তাতে ১৮ জন মন্ত্রী মনোনীত করার কথা বলেছেন। এসব মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয়, সংস্কৃতি ও ধর্মীয় মন্ত্রণালয়, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়, শ্রম ও অভিবাসন মন্ত্রণালয়, পকিল্পনা ও অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অবকাঠামো মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, হোটেল ও পর্যটন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, জাতিগত মন্ত্রণালয়, প্রেসিডেন্টের অফিস সংক্রান্ত মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়। পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার তিনি এ প্রস্তাব জমা দিয়েছেন পার্লামেন্টে। দু’দিন আগে তিনি নির্বাচিত হওয়ার পরই সরকার পরিচালনার পূর্ব প্রস্তুতি হিসেবে তিনি এ কাজটি করলেন। তার নেতৃত্বে মিয়ানমারে নতুন সরকার শপথ নেবে আগামী ৩০শে মার্চ। ওই সরকার আনুষ্ঠানিকভাবে তার কার্যকাল শুরু করবে ১লা এপ্রিল থেকে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *