বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেল মোশাররফের

সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেল। পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার এ নিষেধাজ্ঞা তুলে নিতে নির্দেশ দিয়েছে সরকারকে। এর ফলে পারভেজ মোশাররফের দেশের বাইরে যাওয়ার পথ সুগম হলো। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও অন্যান্য অভিযোগে মামলা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাবাহিনীর মধ্যে তাকে নিয়ে যে দ্বন্দ্ব চলছে মোশাররফ দেশের বাইরে যেতে পারলে তা অনেকাংশে কমে যাবে। ১৯৯৯ সালে সেনাপ্রধান থাকা অবস্থায় তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেন পারভেজ মোশাররফ। এরপর ২০০৮ সালে তীব্র বিরোধিতার মুখে পদত্যাগে বাধ্য হন তিনি। সংবিধান স্থগিত করা থেকে শুরু করে ২০০৭ সালে জরুরি অবস্থা জারি পর্যন্ত গৃহীত আইনি পদক্ষেপ অনুমোদন দেয় না বর্তমান সামরিক কর্তারা। নওয়াজ শরীফের সরকার মোশাররফকে দীর্ঘদিন দেশের বাইরে যেতে দিচ্ছে না। তারা বলছে, এটা আদালতের বিষয়। ২০১৪ সালে একটি প্রাদেশিক আদালত রায় দেয় যে, মোশাররফকে বিদেশে যেতে অনুমতি দেয়া যেতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার সে রায়ের বিরুদ্ধে আপীল করে। বুধবার সরকারের সেই আপীল প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। আদালত এক ছোট্ট রায়ে বলেছে-‘আপীল ইজ ডিসমিসড’।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *