বরিশালে প্রায় মাস আগে চলন্ত বাসে দুই বোনকে ধর্ষণের অভিযোগে পাঁচ পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার তাদের বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রফিকুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দেন।।
এর আগে মঙ্গলবার রাতে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ছয়জনকে আসামি করে বরিশাল বিমানবন্দর থানায় মামলা করেন ধর্ষণের শিকার এক তরুণীর স্বামী।
Read More News
আসামিরা হলেন পরিবহন শ্রমিক নাছির, দেবাশীষ, রনি মৃধা, তারেক, সুজন সূত্রধর ও মিজান।
এদের মধ্যে মিজান পলাতক রয়েছেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, গত ২৩ জানুয়ারি রাতে মামলার বাদী স্ত্রী, শ্যালিকা ও এক বন্ধুকে নিয়ে কুয়াকাটা থেকে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে আসেন।
“রাত ১টার দিকে বানারীপাড়া যাওয়ার উদ্দেশে সেবা পরিবহনের একটি বাসে ওঠেন তারা। বাসটি চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যে মামলার বাদী ও তার বন্ধুকে মারধরের পর বেঁধে ফেলে আসামিরা চলন্ত বাসের মধ্যেই দুই বোনকে ধর্ষণ করে।”
পরে তাদের গড়িয়ারপাড় এলাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, “মামলার পর বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করা হলে তারা অভিযোগ স্বীকার করায় বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”