মাদরাসা ছাত্রীকে গণধর্ষণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে ৩ বখাটে। ধর্ষিতাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে জেলার কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা ছাত্রীটি হলেন, জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের টটুয়াপাড়া গ্রামের ভটভটি চালক মহির আলীর মেয়ে। সে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর ইউছুফিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। সে কৈমারী ফতেপুর গ্রামের নানা মনছুর আলীর বাড়ি থেকেই লেখাপড়া করতো। ধর্ষকেরা বর্তমানে পলাতক রয়েছে। জানা যায়, বুধবার বিকেলে মাদরাাসা ছুটির পর নানার বাড়ি ফেরার পথে ধর্ষিতার সাথে দেখা হয় তার পূর্ব পরিচিত মারুকুল ইসলাম (৩০) নামের এক পিকআপ চালকের। বাড়িতে পৌঁছে দেয়ার নাম করে মারুকুল মেয়েটিকে পিকআপে তুলে নেয়। তার পিকআপে পূর্ব হতেই অপর দুই যুবক তার যাত্রী হিসেবে ছিল। তারা তিনজন মিলে মেয়েটিকে অবিলের বাজারের অদূরে এক ভুট্টা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান কহিনুরজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করেন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *