আর্জেন্টিনার কোস্ট গার্ড দক্ষিণ আটলান্টিক সাগরে তাদের জলসীমায় অবৈধভাবে মাছ ধরতে যাওয়া চীনের একটি নৌকাকে গুলি করে ডুবিয়ে দিয়েছে।
আটলান্টিক ও দক্ষিণ সাগরে মাছ শিকার সারা বছরের একটা সমস্যা এবং প্রায়ই দেখা যায়, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সমুদ্রে মাছ ধরা বন্ধ করতে সপ্তাহের পর সপ্তাহ আইন লংঘনকারীদের ধাওয়া করছে। তবে মাছ ধরার নৌকা ডুবিয়ে দেয়ার ঘটনা সচারচার ঘটে না।
কোস্ট গার্ড জানায়, চীনের নৌকা লু ইয়ান ইউয়ান ইউ ০১০ আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ অথনৈতিক অঞ্চলের মধ্যে বুয়েন্স আয়ার্সের ১ হাজার ৩শ’ কিলোমিটার দক্ষিণে পুয়ের্তো মাদরিন এলাকায় বিনা অনুমতিতে মাছ ধরছিল। এরপর নৌকাটিকে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় মাছ ধরা বন্ধ করতে বললে তারা তা প্রত্যাখান করে আলো নিভিয়ে দেয় এবং আন্তর্জাতিক জলসীমায় পালানোর চেষ্টা করে।
কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের মাছ সম্পদ রক্ষায় এবং চীনা নৌকাটি আমাদের অনুরোধ প্রত্যাখান করায় আমরা সতর্কতামূলক গুলি ছুঁড়ি।’
Read More News
বিবৃতিতে আরো বলা হয়েছে, এরপর নৌকাটি কোস্ট গার্ডের একটি টহল নৌযান ধাক্কা দেয়ার চেষ্টা করলে গুলি চালানোর নির্দেশ দেয়া হয়। এতে ওই নৌকার ক্ষতি হয়।
চীনা নৌকার ক্যাপ্টেনকে পুলিশের হাতে তুলে দেয়া হবে এবং তাকে আদালতে হাজির করা হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩২ চীনা নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছে। আর্জেন্টিনার কোস্ট গার্ড চারজনকে ও অন্যান্য চীনা নৌকা বাকিদের উদ্ধার করে।
বেইজিং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আর্জেন্টিনাকে অবিলম্বে এ ঘটনার তদন্ত করে তা চীনের কাছে হস্তান্তরের আহবান জানিয়েছে।