বগুড়ায় রাইস কুকারের কয়েলের নিচে রাখা ৭৬০০ পিস ইয়াবাসহ ভাই-বোনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এস এ পরিবহনের বগুড়া অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহনের বগুড়া অফিসের সামনে ওঁৎ পেতে থাকে র্যাব সদস্যরা। রাত সাড়ে ৯টার দিকে চট্রগ্রাম থেকে আসা এস এ পরিবহনের বাস থেকে রাইস কুকার নিয়ে নেমে আসেন কোহিনুর বেগম (৩৮) ও তার ভাই আলিফ (৩২)। সে সময় র্যাব তাদের আটক করে রাইস কুকার খুলে কয়েলের নিচে রাখা ১৯টি পলিথিনের ব্যাগে মোড়ানো ইয়াবা জব্দ করে। প্রতিটি ব্যাগে ৪’শ পিস করে মোট ৭৬০০ পিস ইয়াবাসহ তাদের দুজনকে আটক করে র্যাব। আটকদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বুধবার মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
Read More News