মায়ের চিৎকারে জেগে উঠেছিল বছর ছ’য়েকের মেয়েটা। পরে সে-ই বলেছে, “মায়ের গায়ের উপরে ভূত চেপে বসেছিল।”
ঘটনা হল, ঘরে ঢুকে মেয়েটির মাকে ধর্ষণ করে গিয়েছে এক দুষ্কৃতী। মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবারের গুরুদাসনগর স্টেশনের কাছে ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়।
পুলিশ জানতে পেরেছে, মহিলার কপালে রিভলভার ধরে খুনের হুমকি দিয়ে গিয়েছে ওই দুষ্কৃতী। শুধু তাই নয়, বলে গিয়েছে নিজের নাম-ধাম। দুষ্কৃতীর এ হেন সাহসে বিস্মিত পুলিশ কর্তারাও। ডায়মন্ড হারবার মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তাঁরা। তবে ওই নামে আদৌ কেউ আছে কিনা, তা-ও মাথায় রাখছেন তদন্তকারী অফিসারেরা। মহিলার ডাক্তারি পরীক্ষা হয়েছে হাসপাতালে।
Read More News
কী হয়েছিল ঘটনার রাতে?
স্টেশনের পাশে ঝুপড়িতে থাকেন ওই মহিলা ও তাঁর পরিবার। স্বামী কাজ করেন কয়লার দোকানে। মালিক ডেকে পাঠানোয় তিনি রাত সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন। মেয়েকে নিয়ে রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছিলেন বছর ছাব্বিশের ওই বধূ।
অভিযোগ, রাত দেড়টা নাগাদ বাঁ-টিনের দরজা ভেঙে ঘরে ঢোকে ওই দুষ্কৃতী। মুখে তার কাপড় বাঁধ ছিল বলে জানিয়েছেন মহিলা। তাঁর কপালে রিভলভার ঠেকিয়ে ধর্ষণ করে দুষ্কৃতী। উঠে পড়েছিল মেয়ে। কাউকে কিছু জানালে গোটা পরিবারকে খুনের শাসানি দিয়ে যায়।
সূত্র -আনন্দবাজার পত্রিকা