সাবেক গভর্নরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।

তদন্ত কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি  প্রযুক্তি বিশেষজ্ঞ আছেন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন এরই মধ্যে কমিটিকে কাজ শুরু করতে বলা হয়েছে।
Read More News

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরি হয়েছে। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের ব্যাংকিং খাতে প্রবেশ করেছে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

এ ঘটনায় আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ড. আতিউর রহমান। আর এ পদে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *