বিদ্যা বাগচির কথা মনে আছে তো? ২০১২-তে পর্দায় তুমুল ঝড় তুলেছিল সে। দর্শকদের প্রশংসা এবং বক্স অফিসে বাজিমাত করার পর ‘কহানি’র সিক্যুয়েল তৈরির কথা অনেক দিন ধরেই ভেবেছিলেন পরিচালক সুজয় ঘোষ। বিদ্যা বালনের সঙ্গে তাঁর মনোমালিন্য মিটে যাওয়ার পর সে খবর কনফার্ম করেন তাঁরা। কিন্তু বিদ্যার পর এ ছবির সেকেন্ড লিড কে জানেন? শুনলে অবাক হবেন। তিনি অর্জুন রামপাল।
Read More News
মার্চের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত কলকাতার নানা জায়গায় চলবে ছবির শুটিং। বি-টাউনের একটি সূত্র জানাচ্ছে, গত মাসে অর্জুনকে এই ছবির অফার দেন সুজয়। চিত্রনাট্য পছন্দ হওয়ায় সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান অর্জুন। তাঁর কেরিয়ারের জন্য এটা বড় ব্রেক বলেই মনে করছেন বলিউডের একটা বড় অংশ। যদিও বিদ্যা ছাড়া এ ছবির কাস্টের বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি পরিচালক।