আবুল হায়াতের আকাশের ওপারে আকাশ

গত বছরের প্রায় মাঝামাঝি সময়ে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যনির্দেশক আবুল হায়াত নতুন ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ নির্মাণের কাজ শুরু করেছিলেন। সে নাটকটিই প্রচার শুরু হয়েছে স্যাটেলাইট চ্যানেলে এনটিভিতে বেশ কয়েকমাস পর। আবুল হায়াত ও কামরুল আহসান রচিত আকাশের ওপারে আকাশ ধারাবাহিক নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন শমী কায়সার। আবুল হায়াত জানান, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজের কাছের মানুষদেরও জানানোর সুযোগ হয়নি যে নাটকটি এনটিভিতে প্রচার শুরু হয়েছে। তাই প্রচারমাধ্যমের শরণাপন্ন হয়েছেন তিনি। দর্শকদের জানান দিচ্ছেন তার অনেক কষ্টে নির্মিত নতুন ধারাবাহিক আকাশের ওপারে আকাশর প্রচার শুরুর কথা। এরই মধ্যে নতুন এই ধারাবাহিক নাটকটির আটটি পর্ব প্রচার হয়েছে। আজ এনটিভির পর্দায় রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে আবুল হায়াতের নতুন এই ধারাবাহিক নাটকটি। প্রতি সোম ও মঙ্গলবার একই সময়ে ধারাবাহিকটি প্রচার হয়। নাটকটি নির্মাণ এবং প্রচারের পর সাড়া প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘ এক কথায় সময়োপযোগী একটি গল্পের নাটক এটি। দর্শকের ভালো লাগবে এমন আশা নিয়েই নাটকটি নির্মাণ করেছি। তা ছাড়া এই নাটকের মাধ্যমেই দীর্ঘ দিন পর শমী কায়সার কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছে। শমী তার ব্যস্ততার মাঝেও দর্শকের কথা চিন্তা করে সময়ে দিয়েছে। এজন্য তাকে ধন্যবাদ। পাশাপাশি এ নাটকে আরো যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুরু থেকেই দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। আশা রাখি, ভবিষ্যতে আরো ভালো লাগবে দর্শকের।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দোলা ধারাবাহিক আবুল হায়াতের নির্মিত প্রথম ধারাবাহিক। এতে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত অভিনয় করেছিলেন প্রধান দু’টি চরিত্রে। এরপর তিনি বন্ধন, দূরের আকাশ, জোছনার ফুল, শুকনো ফুল রঙিন ফুল, আলো আমার আলো, রঙধনু, বনফুলের গান ধারাবাহিক নির্মাণ করেন যার প্রতিটিই বেশ দর্শকপ্রিয়তা পায়। এ দিকে আসছে স্বাধীনতা দিবসে চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে আবুল হায়াত নির্মাণ করেছেন রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তৌকীর ও জেনিকে নিয়ে মধ্যরাতে সাত মাইল নাটকটি।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *