রাষ্ট্রপতির সঙ্গে দুদকের বিদায়ী চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান এম বদিউজ্জামান ও কমিশনার এম শাহাবুদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠককালে চেয়ারম্যান ও কমিশনার দুদকের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং তাদের দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবদুল হামিদ বলেন, দুর্নীতি একটি দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে প্রধান অন্তরায়। তিনি জনসাধারণকে সচেতন করে তোলা ও দুর্নীতি পরীক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। আজ এম বদিউজ্জামান ও এম শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হয়ে যাবে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *