কোয়ালিফাইং রাউন্ডের নিয়মরক্ষার ম্যাচ হয়ে যাওয়া খেলায় আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। বৃষ্টি বাধায় খেলা শুরু হতে বিলম্ব হলে একপর্যায়ে আবারো ম্যাচ পরিত্যক্ত হবার সম্ভাবনা জাগে। তবে শেষপর্যন্ত বৃষ্টি থেমে যাওয়ায় খেলা শুরু হয়। তবে ২০ ওভারের খেলা কমিয়ে নির্ধারন করা হয় ৬ ওভার করে। ৬ ওভারের বেঁধে দেওয়া ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। আর মাত্র ৩৬ বলের খেলায় প্রথম থেকেই পিটিয়ে খেলা ছাড়া আর কোনো চিন্তাই করেননি নেদারল্যান্ডস ব্যাটসম্যানরা। একপ্রান্ত থেকে উইকেট পরতে থাকলেও উইকেটের থোড়াই কেয়ার করে যে ব্যাটসম্যানই মাঠে নেমেছেন, সজোরে হাঁকিয়েছেন ব্যাট। আর এভাবেই নির্ধারিত ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস সংগ্রহ করে ৫৯ রান। তন্মধ্যে ২৭ রানই আসে ওপেনার স্টিভেন মাইবুর্গের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক পিটার বোরেন ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন। ৬ ওভারে ৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দূর্দান্ত হয় আয়ারল্যান্ডের। মাত্র ২ ওভারেই তারা তুলে ফেলে ২৮ রান। কিন্তু ৩য় ওভার থেকেই শুরু হয় পতন। ৩য় ও ৪র্থ পরপর দুই ওভারেই দুইটি করে উইকেট হারিয়ে চাপে পরে যায় আয়ারল্যান্ড। ফলে ৪ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৬ রান। শেষ দুই ওভারে জয়ের জন্য আইরিশদের প্রয়োজন দাঁড়ায় ২৫ রান। কিন্তু ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষপর্যন্ত এই রান তুলতে ব্যার্থ হয় আয়ারল্যান্ড। শেষপর্যন্ত ৭ উইকেট হারিয়ে আর তাদের ইনিংস শেষ হয় ৪৭ রানে। ফলে ১২ রানে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন পল স্টারলিং। ডাচদের হয়ে ভ্যান মিকিরেন ৪টি ও ভ্যান ডার মারউই ২টি উইকেট নেন। এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকে সান্ত্বনার একটি জয় নিয়ে দেশে ফিরবে ডাচ বাহিনী।
Read More News