ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরা কারবার রুখতে এবং দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে এবার থেকে নিয়মিত ভাবে দুই বাহিনীর মধ্যে যৌথ মহড়া হবে বলে সহমত হয়েছেন দুই বাহিনীর কর্মকর্তারা। রবিবার একথা জানান বিএসএফ’এর আইজি (দক্ষিণ বঙ্গ) সন্দীপ সালুঙ্কে। শনিবার থেকে সুন্দরবনের (টি জংশন) ভারতীয় অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে এই প্রথম যৌথ মহড়া শুরু হয়েছে। ‘সুন্দরবন মৈত্রী’ শিরোনামে দুই সীমান্ত বাহিনীর এই যৌথ মহড়া চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। মহড়ার দ্বিতীয় দিনে ইছামতী নদীতে চলমান কার্গো ভেসেলের মধ্যে ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড নিয়ে দুই দেশের বাহিনীরা যৌথ অপারেশনে অংশ নেয়। ভাসমান সীমান্ত চৌকি ‘কামাখ্যা’-তে বসে পুরো মহড়াটাই তত্ত্বাবধান করেন বিএসএফ’এর আইজি (দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার) এবং বিজিবি’র (দক্ষিণ পশ্চিমাঞ্চল) কমান্ডার কর্ণেল খোন্দকার ফরিদ হাসান। সফলতার সাথে দুই বাহিনীর যৌথ মহড়ার শেষে দুই বাহিনীর কর্মকর্তারা বাহিনীকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতে এই যৌথ মহড়া নিয়মিত ব্যবধানে করার কথা বলেন। সন্দীপ সালুঙ্কে জানান ভারত-বাংলাদেশ সীমান্ত বাহিনীর মধ্যে এই ধরনের মহড়া এই প্রথম। কিন্তু আমি নিশ্চিত যে দুই বাহিনীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের মহড়া আরও বাড়ানো হবে’। তিনি আরও বলেন জলপথে এই ধরনের যৌথ মহড়ার ফলে পাচার সহ সীমান্ত নাশকতা অনেকটাই ঠেকানো সম্ভব হবে। বিএসএফ আইজি’র কথার রেশ ধরে বিজিবি’র তরফে কর্নেল হাসান বলেন, এই ধরনের যৌথ মহড়ার ফলে চোরা কারবারী এবং অপরাধীদের কর্মকান্ড রুখতে বড় ভূমিকা নেবে। দুই বাহিনীকেই একযোগে কাজ করতে হবে। এই ধরনের মহড়া শুধুমাত্র সম্পর্ক মধুরই করবে না পাশাপাশি সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যেও আস্থা জোগাতে সহায়তা করবে।
Read More News