নতুন ধারাবাহিকে জেনি

নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ সম্পন্ন করেছেন জেনি। নাম জীবনের রঙ। রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক। জেনি বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটির মধ্যে দর্শক শহরের শিক্ষিত রুচিশীল একজন নারীকে খুঁজে পাবেন। যে নারী ধারণ করেন বাঙালি নারীর সাংস্কৃতিক ঐতিহ্য। তার আচরণ আশপাশের মানুষকে মুগ্ধ করে রাখে।’ তিনি বলেন, ‘চরিত্রটি আমার ভালো লেগেছে। আশা করি দর্শকদের কাছেও ভালো লাগবে।’

নাসিম সাহনিক জানান, জীবনের রয়েছে নানা রঙ। বর্ণিল এই জীবনের আবেগ অনুভূতিগুলো আমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। এই কৌতূহলোদ্দীপক বিষয়কে মাথায় রেখে সাজানো হয়েছে জীবনের রঙের চিত্রনাট্য।
করপোরেট জীবন, ক্যাম্পাস জীবন, পারিবারিক জীবন সবখানেই মানুষ নিজেকে মানানসই করে নেয়। নিজের স্বপ্নের রঙে সাজিয়ে নেয় জীবনকে। এই কাজে কখনো তারা সফল হয়, আবার কখনো ব্যর্থ। সফল হলে হয় খুশি, ব্যর্থ হলে হতাশ। অনেক সময় ব্যর্থতা নতুন শক্তিরও প্রেরণা জোগায়। পরিচালক বলেন, ‘আমরা এই ধারাবাহিকে চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যেই খুঁজে পাই জীবনের রঙ। তাদের সম্পর্কের ধরন, চরিত্রগুলোর বৈচিত্র্য সত্যিই বেশ উপভোগ্য। তাদের জীবনের রঙ যেন দর্শকের মনকে রাঙিয়ে দেয়। দর্শকের মনের দর্পণে ভেসে ওঠে চেনাজানা নানারকম স্বপ্ন।’
Read More News

তিনি বলেন, ‘এভাবে পরিবার থেকে সমাজ, ক্যাম্পাস থেকে অফিস, সাধারণ জীবন থেকে সেলিব্রিটি সব অবস্থানে থাকা মানুষের জীবনের রঙ নানারকম উপভোগ্য কৌশলে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এই ধারাবাহিক নাটকে।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, দোলন দে, মিষ্টি মারিয়া, নীরব, মুনিয়া ইসলাম, কথা, রুবেল মিতুল প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন আপন রানা এবং শিগগিরই এটির প্রচার শুরু হবে। নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *