রুশ কর্তৃপক্ষ মস্কোর জাতিসংঘ মানবাধিকার দফতর বন্ধ করে দিচ্ছে। দেশটির এনজিও’র বিরুদ্ধে বাধা নিষেধ আরোপের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার প্রধানের উদ্বেগ প্রকাশের জের ধরে এ পদক্ষেপ নেয় মস্কো।
রুশ মিডিয়ায় প্রকাশিত এ সংক্রান্ত খবরকে নিশ্চিত করেছে জেনেভায় মস্কোর কূটনৈতিক মিশন। এ সব খবরে মস্কোর জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা ওএইসিএইচআর বন্ধ করে দেয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
Read More News
রুশ রাষ্ট্রদূত আলেক্স বোরোদাবকিন বলেন, রাশিয়া মানবাধিকার বিষয়ক কয়েকটি ইনস্টিটিউশন প্রতিষ্ঠার কাজে এরই মধ্যে সহযোগিতা করেছে জাতিসংঘ দফতর। তাই এ দফতরকে বন্ধ করে দেয়ার মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই।