কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার সকালে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শেনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডনে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামী ১৭ মার্চ লন্ডন থেকে জাম্বিয়ার রাজধানী লুসাকার উদ্দেশে যাত্রা করবেন। লুসাকায় ১৯ থেকে ২৩ মার্চ অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৪তম সম্মেলনে যোগ দেবেন। আগামী ২২ মার্চ তার ঢাকা ফেরার কথা রয়েছে।
Read More News