গাজীপুুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এএসআই নিহত, আহত ৩

গাজীপুরের ভবানীপুর এলাকায় ট্রাক ও পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসের সংঘর্ষে হারুন অর রশীদ নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত এবং দুই কনস্টেবলসহ আরও ৩ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক জানান, গত রাত ৪টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এএসআই হারুন-অর রশিদসহ অন্যরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ডিউটি করছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি ট্রাক কর্তব্য পালনকালে পুলিশ বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে এএসআই হারুন-অর রশিদ, সঙ্গে থাকা দুই কনস্টেবল এবং মাইক্রোবাস চালক আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এএসআই হারুন-অর রশিদ মারা যান। অপর তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *