ফোনটি আইফোনের সর্ববৃহৎ মডেল আইফোন ৬এস প্লাসের চেয়েও আকারে বড় হবে।প্রতিবেদনে বলা হয়, ফোনটি আইফোনের সর্ববৃহৎ মডেল আইফোন ৬এস প্লাসের চেয়েও আকারে বড় হবে। আইফোন ৬এস এ ৪.৬ ইঞ্চি স্ক্রিন বিদ্যমান। অ্যাপলের বিপনী ব্যবস্থাপনার বরাত দিয়ে ৫.৮ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে এএমওএলইডি ডিসপ্লে থাকবে বলেও দাবি করে প্রতিবেদনটি। এএমওএলইডি স্ক্রিন এলসিডি প্রযুক্তি থেকে রঙ্গীন ছবি দিয়ে থাকে।
Read More News