কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি বেসরকারি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে পাইলটসহ ৪ জন ক্রু ছিল। ৪ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দুইজনের মধ্যে একজন মারা গেছেন। এখনো পর্যন্ত আরও ২ জন নিখোঁজ রয়েছেন।
Read More News
আজ বুধবার সকালে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের ১০ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ব্যাপারে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানিয়েছেন, বেসরকারি সংস্থা ট্রু এভিয়েশনের চিংড়ি পোনাবাহী বিমানটি সকাল ৯টা ৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের ১০ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার থেকে ১০ মাইল পশ্চিমে নাজিরটেক এলাকার সমুদ্র পয়েন্টে ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট মুরাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর কিছুক্ষণ পর এক আরোহীর লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকি দুই আরোহীর সন্ধান চলছে।