জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সংস্থাটির কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ এ এফ এম আমিনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটওয়ারী এ তথ্য জানান।
আগামী ১৩ মার্চ মেয়াদশেষে অবসরে যাচ্ছেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। একই দিনে মেয়াদ শেষ হচ্ছে দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পুরও।
এ নিয়োগের মাধ্যমে বর্তমানে দুদকে কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত নাসিরউদ্দীন আহমেদসহ তিন সদস্যের কমিশন পুনর্গঠিত হলো।
দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাঁদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান নিয়োগ করেন। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।
Read More News
ইকবাল মাহমুদ জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যান। তিনি এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন।