রিভিউর সিদ্ধান্ত : খন্দকার মাহবুব

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন একজন আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তা আমাকে মানতে হবে। তবে ভবিষ্যৎ ইতিহাস এ রায় পর্যালোচনা করবে। এ মামলা চলাকালে সাক্ষ্যগ্রহণ ও মামলার অবস্থান সম্পর্কে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন  তা আপনারা জানেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আমরা রিভিউর বিষয়ে সিদ্ধান্ত নেব।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *