মনোনয়ন প্রত্যাশীর কাদা ছোঁড়াছুঁড়ির সমালোচনায় হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মিসিসিপি ও মিশিগান অঙ্গরাজ্যে দুই দলের প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে আজ। আইডাহোতে প্রাইমারি ও হাওয়াই ককাসে মনোনয়ন-প্রার্থী বাছাই করবেন রিপাবলিকান ভোটাররা।

নির্বাচনকে ঘিরে সোমবারের প্রচারণায় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের কাদা ছোঁড়াছুঁড়ির সমালোচনা করেছেন হিলারি। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান মনোনয়ন-প্রার্থীরা। এদিকে, স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে কয়েক সপ্তাহ প্রচারণার পর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ।
Read More News

মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে ডেমোক্র্যাটদের ১৪৭ জন প্রতিনিধি বাছাই করবেন ভোটাররা। তাই এ রাজ্যের সর্বোচ্চ-সংখ্যক ডেলিগেট নিজের ঝুলিতে নিতে সোমবার প্রচারণায় ব্যস্ত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।

মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডস শহরে প্রচারণায় রিপাবলিকান মনোনয়ন-প্রত্যাশীদের একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ির সমালোচনা করেন হিলারি। তাদের হিংসাত্মক আচরণ শিশুদের ওপর প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের নীতির প্রতি সমর্থন জানিয়ে তার প্রশংসা করেন হিলারি।

তিনি বলেন, ‘স্যান্ডার্স মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তরুণরা তাকে দারুণ পছন্দ করে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে সবাইকে সচেতন করছেন তিনি। আমিও মানুষের অধিকারের বাস্তবায়ন চাই। আপনারা আমাদের পাশে থাকুন।’

এদিন, মিশিগানের ক্যালামাজু শহরে প্রচারণায় হিলারির ভাষণের বিনিময়ে পুঁজিপতিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেয়ার সমালোচনার করেন স্যান্ডার্স। হিলারির প্রতি মানুষের অধিকার নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি।

সোমবার প্রচারণায় ব্যস্ত ছিলেন রিপাবলিকানরাও। মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প মিসিসিপির ম্যাডিসনে প্রচারণায় জানান, তার প্রচারণার কৌশল বেশ কাজে দিচ্ছে।

ট্রাম্প বলেন, ‘আমি যা-ই করি, সেখানেই সফল হই। ভোটাররা আমাকে দারুণভাবে সমর্থন দিচ্ছেন। আমিও তাদের জন্য কিছু করতে চাই। আশা করি আপনারাও আমাকে সমর্থন দেবেন।’

এদিন, মিসিসিপি’র ফ্লোরেন্স ও ফ্লোরিডার ট্যাম্পায় প্রচারণা চালিয়েছেন টেড ক্রুজ ও মার্কো রুবিও। অন্যদিকে, হাল ছেড়ে না দিয়ে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জন কেইসিক।

কয়েক সপ্তাহ আগে, স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিলেও, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। তৃতীয় কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখবে বলে মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে বলেও উল্লেখ করেন ব্লুমবার্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *