প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি দলের শীর্ষ পদে দুই আসামিকে নির্বাচিত করেছে। একজন এতিমদের টাকা চুরির মামলার আসামি। অন্যজন গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন- বাংলাদেশের মানুষ কখনও আগুন সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করেনি। দেশ যখন ভালোভাবে চলে তখনই খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়। তিনি ২০১৩ সালে ঘোষণা দিয়ে নিজের অফিসে অবস্থান করেছে। তিনি বলেছিলেন আওয়ামী লীগ সরকারকে উৎখাত না করে ঘরে ফিরবেন না। সেখান থেকে তিনি ফেরত এসেছেন। তার নির্দেশে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। সাধারণ মানুষকে পুড়িয়ে মারার বিচার দেশের মাটিতেই হবে। তাদের ছাড় দেয়া হবে না।
শেখ হাসিনা বলেন, ৭৫-এর পর জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের হাতে দেশের পতাকা তুলে দিয়েছেন। আর এর ধারাবাহিকতা বজায় রাখেন খালেদা জিয়া।
Read More News
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, মাহবুল উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগনিক সঠম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বক্তব্য রাখেন।