বাংলাদেশের পরমাণু বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহারে কারিগরি সহায়তা দেবে ভারত। দেশটি থেকে সহায়তা-সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
Read More News
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপস্থাপিত ‘অ্যাগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া অন কো-অপারেশন ইন পিসফুল ইউজেস অব নিউক্লিয়ার এনার্জি’ শীর্ষক চুক্তির খসড়া সম্পর্কে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. সফিউল আলম। তিনি বলেন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন ও সহায়তা করছে রাশিয়া। যদিও এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সার্বিক দায়িত্ব রাশিয়ার। তার পরও বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী দেশ ভারত। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের বিশাল অভিজ্ঞতা রয়েছে। কারিগরি ও জ্ঞানগত দিক থেকে ভারতের অভিজ্ঞতা অনেক বেশি। এ জন্য ভারতের কাছ থেকে আমরা জ্ঞান ও কারিগরি সহায়তা নেব।