ইরাকে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৪৭ জন। বাগদাদের দক্ষিণে হিলা শহরের তল্লাশি চৌকিতে জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
Read More News
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এই হামলায় নিহতদের মধ্যে ৩৯ জন বেসামরিক লোক। বাকিরা পুলিশ সদস্য। এতে আহত হয়েছে কয়েক ডজন ব্যক্তি।
ইরাকের স্থানীয় সময় রোববার দুপুরে হিলা শহরের তল্লাশি চৌকিতে অনেক গাড়ি অপেক্ষামাণ ছিল। সে সময় জ্বালানিবাহী ট্রাকটি বিস্ফোরিত হয়।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলায় দায় স্বীকার করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, আইএসপন্থি নিউজ পোর্টাল ‘আমাক’-এ আইএসের দায় স্বীকারের তথ্য নিশ্চিত করেছে।
গত মাস থেকে ইরাকে হামলার ঘটনা বেড়ে গেছে। আত্মঘাতী হামলাসহ ওই মাসে নিহত হয়েছে কমপক্ষে ১০০ জন।
২০১৪ সালের মার্চ মাসে হিলা শহরের তল্লাশি চৌকিতে বোমা হামলায় নিহত হয় অর্ধশতাধিক এবং আহত হয় দেড় শতাধিক লোক।