চীনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলন ন্যাশনাল পিপলস কংগ্রেসে ‘সেলফি স্টিক’ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বেইজিং এ অনুষ্ঠিতব্য এই সম্মেলনে আগত প্রতিনিধিরা সেলফি স্টিক নিয়ে ঢুকতে পারবেন না।
গত বছর এই সম্মেলনে সেলফি স্টিক দিয়ে ছবি তোলার যে হিড়িক দেখা গেছে তারপর কর্তৃপক্ষ এবার এই নিষেধাজ্ঞা জারি করেছেন।
কিন্তু এবার বেইজিং এর ‘গ্রেট হলে’ সেলফি স্টিক নিয়ে ঢোকা নিষেধ। স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, সম্মেলনে আগত প্রতিনিধিদের সেলফি তোলার চাইতে তাদের কাজে মনোযোগ দিতে বলা হয়েছে।
এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে সম্মেলনে আসা সাংবাদিকদের উপরও।
চীনের পিপলস কংগ্রেসের মুখপাত্র ঝাং জিংগান বলেন, প্রতিনিধিদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাদের কাজটা ঠিকমত করা। তিনি বলেন, সেলফি স্টিক কাজের মনোযোগ ব্যাহত করে।বিবিসি