রাজধানীর উত্তরায় স্বামী ও দুই সন্তানের মৃত্যুর পর গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ সুমাইয়া গতকাল শনিবার দিবাগত ৩টার দিকে তিনি মারা গেছেন। আজ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে সিটি হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কয়েকদিন ধরে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।
উন্নত চিকিৎসার জন্য গত ১ মার্চ সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে রাজধানীর সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় সুমাইয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
Read More News
গত ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় শাহনেওয়াজ-সুমাইয়ার ফ্ল্যাটে গ্যাসের চুলা বিস্ফোরিত হয়। এ সময় শাহনেওয়াজ (৫০), তাঁর স্ত্রী সুমাইয়া (৪০), তাঁদের তিন ছেলে শারলিন বিন নেওয়াজ (১৫), জারিফ নেওয়াজ (১১) ও জারান নেওয়াজ (১৪ মাস) দগ্ধ হয়। ঘটনার দিনই ঢাকা মেডিকেলে মারা যায় শারলিন ও জারান। পরদিন মারা যান শাহনেওয়াজ। অন্য ছেলে জারিফের শরীর ৬ শতাংশ দগ্ধ হওয়ায় তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে সিটি হাসপাতালে।