যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন ২০১৭ সালের শুরুতেই।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি হবেন হোয়াইট হাউজের নতুন বাসিন্দা।
কিন্তু মিস্টার ওবামা হোয়াইট হাউজ ছেড়ে যাবেন কোথায় ? কোথায় উঠবেন পরিবার নিয়ে ? এসব প্রশ্ন এখনই ডালপালা ছড়াতে শুরু করেছে।
বৃহস্পতিবার তিনি অবশ্য নিজেই এটি জানিয়ে দিয়েছেন যে হোয়াইট হাউজ ছাড়লেও আপাতত রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়ছেননা তিনি।
আর এটি করতে হচ্ছে তাকে মেয়ে সাশার স্কুলের কারণে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন “মাঝপথে স্কুল পরিবর্তন করা খুবই কঠিন”।
Read More News