এপ্রিলের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে হাইকোর্টের সামনের সড়কে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে মার্চের শেষ সপ্তাহে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করার কথা জানিয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রোরেল বন্ধে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মেট্রোরেলের রুট থেকে কমপক্ষে ৩০ ফুট দূরে থাকবে। এছাড়া জাতীয় গ্রন্থাগার, জাদুঘর, মসজিদও নিরাপদ থাকবে। মেট্রোরেলে শব্দ নিরোধক প্রযুক্তি ব্যবহার করায় এসব স্থাপনা ও প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না।
Read More News