চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পুকুরিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে ট্রাক চাপায় শিবগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই দুই পুলিশ কমকর্তা দিনাজপুর জেলার ফুলবাড়ি রাজারামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম ও জয়পুরহাট জেলার ধীরতির সূতিঘাট এলাকার শাজাহানের ছেলে শিানবিস সার্জেন্ট আতাইল ইসলাম। : শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, ট্রাকে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কানসাট গোপালনগর মোড়ে একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল অমান্য করে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহত ওই পুলিশের দুই কর্মকর্তা মোটর সাইকেলযোগে তাদের ধাওয়া করে। ভোর সাড়ে ৫টার দিকে কানসাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে পুলিশ ওই দুই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। : এদিকে বেলা ১১টার দিকে শিবগঞ্জের কশিয়াবাড়িতে অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও ট্রাকের চালক ঝালকাঠির নলছিটি উপজেলার মৃত আবদুল আউয়ালের ছেলে সিরাজ আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। : গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রহমান জানান, ওই ট্রাক থেকে ১৪৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সে ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। চালক সিরাজ আলী ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর আগেও রাজধানীর গাবতলিসহ বেশ কয়েক জায়গায় চেকপোস্টে চেক করতে গেলে ট্রাক ড্রাইভাররা চাপা দিয়ে হত্যা করে পুলিশ সার্জেন্টদের। এ নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভ করছে। রাজধানীর একজন পুলিশ সার্জেন্ট জানান, এভাবে পুলিশকে হত্যা করা হলে আমরা মনোবল হারিয়ে ফেলবো।
Read More News