আজ ফাইনালে ওঠার লড়াই করবে টাইগাররা

টি-টোয়েন্টিতে নিজেদের দুর্নাম ঘোচানোর দারুণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। জিতলেই স্বপ্নের ফাইনাল।  এমন সমীকরণ নিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বুধবার মাঠে নামছে বাংলাদেশে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টিভি এবং স্টার স্পোর্টস ১ ও ৩।
Read More News

ঘরের মাঠে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিলেন সাকিব-মুশফিকরা। যে দুঃখ আজও বয়ে বেড়ায় বাংলার ক্রিকেট প্রেমীরা। ৪ বছর পর আবারও বাংলাদেশের সামনে সেই পাকিস্তান। তবে এবার ফাইনাল নয়, ফাইনালে উঠার লড়াইয়ে।

এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত ও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালের স্বপ্ন দেখছে টাইগার বাহিনী।

অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতে কাছে হেরে গেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য আমিরাতের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে শহিদ আফ্রিদির দল। আজকের ম্যাচে বাংলাদেশের কাছে হারলে ফাইনালে যাওয়ার পথ আটকে যাবে পাকিস্তানের।

তবে বাংলাদেশ হারলেও আশা জিইয়ে থাকবে। পরের দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের। বাংলাদেশ সে সমীকরণের দিকে যেতে চায় না। জিতেই স্বপ্নের ফাইনাল নিশ্চিত করতে চায় মাশরাফি বাহিনী।

বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ দল (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, আবু হায়দার রনি এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান দল (সম্ভাব্য): শারজিল খান, মোহাম্মদ হাফিজ, খুররম মঞ্জুর, উমর আকমল, সোয়েব মালিক, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ ইরফান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *