শুরু হলো অস্কার আসর , নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর বসলো যুক্তরাষ্ট্রে। লসঅ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কমেডিয়ান-অভিনেতা ক্রিস রক।

এবারের অস্কারের লালগালিচায় দূতি ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে প্রাঙ্গনে তার উপস্থিতি নজর কেড়েছে সবার।এবারই প্রথম অস্কার আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। এ আয়োজনে একজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা।
Read More News

অস্কারে কৃষ্ণাঙ্গদের উপেক্ষিত থাকা নিয়ে শুরু থেকেই  হাসির ছলে তীর্যক কথাবার্তা বলেন ক্রিস রক। ৩৬ বছর বয়সী এই মার্কিন তারকার হাস্যরসধর্মী উপস্থাপনা থিয়েটারে উপস্থিত ৩ হাজার ৩০০ জন অতিথি দারুণ উপভোগ করেন।

সোমবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় অস্কারের মূল আয়োজন। এর আগে লালগালিচায় পা মাড়িয়েছেন বিখ্যাত তারকারা। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে স্টার মুভিজ চ্যানেলে এখন এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *