আজ মুখোমুখি দুই সহোদর,পাকিস্তান-আমিরাত

আজ সন্ধ্যায় এশিয়া কাপের ৬ষ্ঠ ম্যাচে সহজ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা পাকিস্তান। ফাইনালে উঠতে হলে আজকের ম্যাচ জয়ের কোন বিকল্প নেই পাকিস্তানিদের।

প্রথমবারে মতো এবার এশিয়া কাপে  অংশ নিচ্ছে আরব আমিরাত। প্রথম দুই ম্যাচে হারলেও দলটির বোলিং আলাদাভাবে নজর করেছে। টানা দুই ম্যাচ হেরে দলটির সামনে ফাইনালে যাওয়ার আর কোনো সুযোগ নেই। বাকি দু-ম্যাচ তাদের স্রেফ নিয়ম রক্ষার। তবে পাকিস্তান চাইবে বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নিতে।
Read More News

এশিয়া কাপে বরাবরই ফেভারিট হিসেবে নামে পাকিস্তান। তবে এবারের এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি তাদের। ভারতের কাছে হারলেও স্বল্প পুঁজি নিয়ে দারুণ লড়াই করে জানিয়ে দিয়েছে সেরা বোলিং লাইনআপ নিয়ে এসেছে তারা। মাত্র ৮৩ রানে দলটি অলআউট হয়েছিল। তা নিয়েই ভারতীয় ব্যাটসম্যানদের দারুণ চাপে রেখেছিল তারা। বিশেষ করে মোহাম্মদ আমির ও মোহাম্মদ সামির বোলিং ছিল দেখার মতো।

মুখোমুখি লড়াইয়ে এর আগে কখনো টি-টোয়েন্টি ম্যাচে খেলেনি দল দুটি। তবে ৩টি ওয়ানডে ম্যাচে খেলেছে তারা। আর তিনটিতেই হেসে খেলে জয় পেয়েছিল পাকিস্তান।

তবে টি-টোয়েন্টি ম্যাচে যেকোনো দলই ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই তাদের অনেক সাবধানী আফ্রিদির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *