চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ পারভেজ নামের এক যাত্রীর পায়ুপথ থেকে ৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে বিমানবন্দরে অবতরণ করার পর আগে থেকে খবর পেয়ে তাকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিজভী আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পারভেজের সঙ্গে থাকা ব্যাগ ও শরীরে তল্লাশি চালিয়ে অবশেষে তার পায়ুপথে স্বর্ণের বার পাওয়া যায়।দুই ঘণ্টার চেষ্টায় সেগুলো বের করা হয়। প্রায় এক কেজি ওজনের এই আটটি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা।
Read More News