আজকের পর লুলিয়া ভানটুরের সঙ্গে সম্পর্কের কথা আর বোধহয় অস্বীকার করতে পারবেন না বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার দুবাই বিমানবন্দরে ফ্রেমবন্দি হলেন এই জুটি। শুধু তাই নয়, এসময় একে অপরকে জড়িয়ে ধরে চুমুও খেতে দেখা যায় দু’জনকে। ঠিক ওই সময় এক অতি উৎসাহী ভক্ত সে ছবি তুলে রাখেন ক্যামেরায়। মুহূর্তে সেই চুমুর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল! সম্প্রতি একটি অনুষ্ঠানে পুরস্কার নিতেই দুবাই গিয়েছেন ‘ভাইজান’। তাঁর সঙ্গী লুলিয়া। কিন্তু বিমানবন্দরেই যে এই কাণ্ড ঘটবে ? সালমান খান বলেছিলেন, ‘‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি। তারপর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনও অপশন নেই।কিন্তু শুক্রবারের এই দৃশ্য সবকিছু পাল্টে দিয়েছে। তাই অন্য কিছু না ভেবে আপাতত তাঁর বিয়ের অপেক্ষায় দিন গুনছে বলিউড।
Read More News