সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করায় সিরিয়ায় এক তরুণীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সিরিয়ার রাক্কা শহরে এই মৃত্যুদন্ড প্রদানের ঘটনাটি ঘটেছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।
ফারস নিউজ জানায়, ফাতোয়াম আল জাসিম নামের এক তরুণী ফেসবুকে এ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছিলেন। এ তথ্য জানার পর আল-কায়েদার সহযোগী জঙ্গী সংগঠন দ্যা ইসলামিক স্টেট অব ইরাক ও দ্যা লেভান্টের (আইএসআইএল) সদস্যরা ঐ তরুণীকে আটক করে স্থানীয় শরিয়া আদালতে নিয়ে যান।
তাকে আদালতে নেয়ার পর আদালত এক আদেশে বলেন, ফেসবুকে এ্যাকাউন্ট থাকা ব্যভিচারের শামিল। এ কারণে তরুণীকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেয়া হলো। এরপরই আইএসআইএল’র সদস্যরা ঘোষিত মৃত্যুদণ্ডের রায় কার্যকর করেন বলে গণমাধ্যমে তথ্য প্রকাশ পায়।
Read More News
ইরাকভিত্তিক জঙ্গী সংগঠন দ্যা ইসলামিক স্টেট অব ইরাক ও দ্যা লেভান্টের (আইএসআইএল) আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠন। তবে সংগঠনটির সদস্যরা বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।