ওবামার অনুরোধ উপেক্ষা করে রাশিয়া যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধ উপেক্ষা করেই রাশিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপান সরকারের মহাসচিব ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, রাশিয়ায় অ্যাবের বেসরকারি সফরের প্রস্তুত এগিয়ে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে পরিকল্পনা মতো এ সফর অনুষ্ঠিত হবে।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে জাপানে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত আলেকজান্ডার প্যানভ পরিষ্কার করেছেন, কেন ওবামার ‘অবাধ্য’ হয়ে অ্যাবে মস্কো সফরে যাচ্ছেন। প্যানভের মতে, রাশিয়ার কাছ থেকে জ্বালানির উৎস পাওয়ার বিষয়ে আগ্রহী জাপান। এর পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করতে চায় টোকিও এবং মস্কো। সফরের পরিকল্পনা জানার পর ওবামা টেলিফোনে আলাপের সময় শিনজো অ্যাবেকে মস্কো সফর বাতিলের অনুরোধ করেন তবে জাপানি প্রধানমন্ত্রী তা নাকচ করেছেন। এ বিষয়ে জাপানি প্রধানমন্ত্রী খুবই ভারসাম্যমূলক অবস্থান নিয়েছেন। একদিকে তিনি রাশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদেরকে বোঝাচ্ছেন যে, তার সফরের কারণে ইউক্রেন ইস্যুতে জি-সেভেনের অবস্থানে মারাত্মক কোনো ক্ষতি হবে না।ধারণা করা হচ্ছে অ্যাবের সফরের সময় রাশিয়া তার জ্বালানি ভান্ডারে জাপানি কোম্পানির প্রবেশাধিকার দিতে পারে। এতদিন জাপানি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ছিল; এ সুবিধা পেয়ে আসছিল শুধু চীন। অ্যাবের এ সফরের মধ্যদিয়ে সে সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।
Read More News

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *